শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ঝরাপাতার গান

নজরুল ইসলাম আসলমী

ঝরাপাতার গান

সুবিশাল বনভূমি

পাখিদের মেলা

আমাদের দেশটাতে অপরূপ খেলা।

টিলা বেয়ে কলকল

চায়ের বাগান

মৌমাছি ফুলে? ফুলে

গুনগুনি গান।

সবুজের হাতছানি যেদিকে তাকাই

আঁকাবাঁকা নদনদী জুড়ি তার নাই।

গায়কির সুর বাজে

জারি সারি গান

বেহুলার পুঁথি পাঠে

প্রাণ আনচান।

পালাগান কিচ্ছাতে কাটে রাত সারা

দুধ সাদা কুয়াশাতে কনকনে পাড়া।

ঝরাপাতা গান গায়

প্রতিঘরে ঘরে,

হলুদিয়া মড়মড়

কুয়াশারা ঝরে।

রূপে রূপে অপরূপা মায়াময় দেশ,

সুখেদুখে মিলেমিশে কাটায় অশেষ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর