ফুলপরি কয় প্রজাপতি
শুনো একটু ভাই,
তুমি আমি মিলে চলো
দূরে কোথাও যাই।
ফুলের দেশে যাবো দুজন
থাকবো ফুলের বনে,
ইচ্ছে মতো ফুলের মেলায়
গাইবো আপন মনে।
তোমারও তো আমার মতো
আছে রঙিন পাখা,
নানান রঙে রেশমি সুতোয়
কত্ত ছবি আঁকা।
ফুলের বনে ফুল ফোটাবো
ফুলের কপোল চুমি,
সারাটাদিন উড়ে উড়ে
মধু নেবে তুমি।