শিরোনাম
সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

৩৭তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি

মো. শামসুল আলম, শিক্ষক, বিসিএস গাইডলাইন

১.   ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা সাহিত্যের বৈষ্ণব সাহিত্য যুগ-

     ক) ৯৫০-১২০০ খ্রিস্টাব্দ    

     খ) ১৫০০-১৭০০ খ্রিস্টাব্দ

     গ) ১৩০০-১৫০০ খ্রিস্টাব্দ        

     ঘ) ১২০০-১৩০০ খ্রিস্টাব্দ

২.   চর্যাপদের কবি শবরপা নিচের কোন সংখ্যক পদ রচনা করেন—

     ক) ২৮ নং   খ) ৫০ নং      

     গ) উভয়টি     ঘ) কোনটিই নয়

৩.   শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কত সালে প্রকাশিত হয়?

     ক) ১৯০৭ সালে     খ) ১৯১৬ সালে    

     গ) ১৯২৬ সালে     ঘ) ১৯০৯ সালে

৪.   চণ্ডীমঙ্গল কাব্যের ‘মুরারিশীল’ কোন ধরনের চরিত্র?

     ক) অত্যাচারী চরিত্র   খ) ষড়যন্ত্রকারী চরিত্র 

     গ) (ক+খ)   ঘ) প্রতারক চরিত্র

৫.   বাঘের বিক্রম সম মাঘের শিশির, প্রবচনটি কোথা থেকে নেওয়া হয়েছে?

     ক) চণ্ডীমঙ্গল কাব্য    খ) ধর্মমঙ্গল কাব্য   

     গ) মনসামঙ্গল কাব্য   ঘ) অন্নদামঙ্গল কাব্য

৬.   মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘জননী’ কোন ধরনের লেখা?

     ক) উপন্যাস   খ) প্রবন্ধ    

     গ) নাটক    ঘ) কোনটিই নয়

৭.   ছবি কথা সুর কার লেখা?

     ক) কবীর চৌধুরী     খ) আবু ইসহাক    

     গ) জাহানারা ইমাম   ঘ) মমতাজ উদ্দীন আহমদ

৮.   জহির রায়হান কোন জেলায় জন্মগ্রহণ করেন?

     ক) খুলনা    খ) বরিশাল       

     গ) ফেনী          ঘ) কুমিল্লা

৯.   ‘দিবাকর’ কোন গ্রন্থের প্রধান চরিত্র?

     ক) চরিত্রহীন  খ) পল্লী সমাজ

     গ) দত্তা     ঘ) গৃহদাহ

১০.  সাম্যবাদী পত্রিকার সম্পাদক কে ছিলেন?

     ক) ফজল শাহাবুদ্দিন   খ) খান মোহাম্মদ মঈনুদ্দীন  

     গ) শ্রীকৃষ্ণ দাস ঘ) গোলাম মোস্তফা

১১.  পৃথিবীতে দুঃখ বলে কিছু নেই, ও যেন আনন্দেরই একটি দিক। এই উক্তিটি কার?

     ক) সুকান্ত ভট্টাচার্য    খ) কাজী নজরুল ইসলাম  

     গ) আবুল হোসেন মিয়া ঘ) হাসন রাজা

১২.  হাবু শর্মার প্রকৃত নাম কী?

     ক) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়   

     খ) আবুল ফজল

     গ) সোমেন চন্দ    

     ঘ) হরিনাথ মজুমদার

১৩.  ‘জননী সাহসিনী-১৯৭১’-এর লেখক কে?

     ক) আনিসুল হক     খ) আকরাম হোসেন  

     গ) দাউদ হায়দার    ঘ) মনি হায়দার

১৪.  বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক—

     ক) সধবার একদশী   খ) চন্দ্রগুপ্ত

     গ) নীলদর্পণ  ঘ) কৃষ্ণকুমারী

১৫.  ‘হেক্টরবধ’ গ্রন্থের রচয়িতা-

     ক) রবীন্দ্রনাথ  খ) মধুসূদন

     গ) ডি. এল রায়    ঘ) মুনীর চৌধুরী

১৬.  ‘লীলাবতী’ নাটকের রচয়িতা-

     ক) দ্বিজেন্দ্রলাল রায়   খ) রবীন্দ্রনাথ

     গ) দীনবন্ধু মিত্র     ঘ) মধুসূদন

১৭.  প্রমথ চীেধুরীর রচিত ‘চার ইয়ারী কথা’ কী জাতীয় গ্রন্থ?

     ক) উপন্যাস   খ) নাটক  গ) রম্য    ঘ) গল্প গ্রন্থ

১৮.  সত্যেন্দ্রনাথ দত্ত রচিত নিচের কোনটি মৌলিক গ্রন্থ নয়?

     ক) তীর্থ রেণু  খ) বেলা শেষের গান

     গ) সবিতা    ঘ) বিদায় আরতি

১৯.  তিমির হননের কবি, নির্জনতার কবি, রূপসী বাংলার কবি, পলায়ন পর কবি কে?

     ক) জসীমউদ্দীন খ) কাজী নজরুল ইসলাম

     গ)  জীবনানন্দ দাশ  ঘ) অমিয় চক্রবর্তী

২০.  শামসুর রাহমান রচিত ‘কালের ধুলোয় লেখা’ কোন জাতীয় গ্রন্থ?

     ক) কাব্য   খ) গল্প    গ) প্রবন্ধ   ঘ) আত্মজীবনী

২১.  কোন বানানটি শুদ্ধ নয়?

     ক) দরিদ্রতা   খ) উপযোগিতা

     গ) শ্রদ্ধাঞ্জলি   ঘ) ঊর্ধ্ব

২২.  ‘গৃহী’ শব্দের বিপরীতার্থক শব্দ-

     ক) সংসারী   খ) সঞ্চয়ী

     গ) সংস্থিতি   ঘ) সন্ন্যাসী

২৩.  কোনটি ‘অগ্নি’র সমার্থক শব্দ নয়?

     ক) পাবক   খ) বৈশ্বানর 

     গ) সর্বশুচি    ঘ) প্রজ্বলিত

২৪.  ‘বেটাইম’ শব্দটি গঠিত হয়েছে—

     ক) ফারসি ও ইংরেজি শব্দে

     খ) ফরাসি ও ইংরেজি শব্দে

     গ) ফারসি ও ফরাসি শব্দে

     ঘ) ফারসি ও হিন্দি শব্দে

২৫.  ‘কাঁচি’ কোন ভাষার শব্দ?

     ক) আরবি     খ) ফারসি     গ) হিন্দি       ঘ) তুর্কি

২৬.  ণ-ত্ব বিধি সাধরণত কোন শব্দে প্রযোজ্য?

     ক) দেশি     খ) বিদেশি

     গ) তৎসম    ঘ) তদ্ভব

২৭.  ‘পদ’ বলতে কী বুঝায়?

     ক) কবিতার চরণ    খ) যে কোন শব্দ

     গ) প্রত্যয়ান্ত শব্দ বা ধাতু         

     ঘ) বিভক্তি যুক্ত শব্দ বা ধাতু

২৮.  ‘তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি’- এটা কোন ধরনের বাক্য?

     ক) যৌগিক বাক্য     খ) সাধারণ বাক্য

     গ) মিশ্র বাক্য ঘ) সরল বাক্য

২৯.  ‘দোলনা’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?

     ক) দুল্+অনা  খ) দোল্+না

     গ) দোল্+আনা ঘ) দোলানা+অ

৩০.  ‘উজবুক’ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?

     ক) ফার্সি     খ) তুর্কি

     গ) পর্তুগিজ   ঘ) আরবি

৩১.  ‘অদিতি’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?

     ক) পৃথ্বী   খ) নীর  গ) ক্ষিতি       ঘ) অবনী

৩২.  ‘সাহচর্য’ শব্দের শুদ্ধ গঠন কোনটি?

     ক) সহ+চর+র্য খ) সহচর+চ

     গ) সহচর+য  ঘ) কোনটিই নয়।

 

উত্তরমালা : ১.খ ২.গ ৩.খ ৪.ঘ ৫.ঘ ৬.ক ৭.ক ৮.গ ৯.ক ১০.খ ১১.খ ১২.ক ১৩.ক ১৪.ঘ ১৫.খ ১৬.গ ১৭.ঘ ১৮.ক ১৯.গ ২০.ঘ ২১.ঘ ২২.ঘ ২৩.ঘ ২৪.ক ২৫.ঘ ২৬.গ ২৭.ঘ ২৮.ক ২৯.ক ৩০.খ ৩১.খ ৩২.গ।

সর্বশেষ খবর