শিরোনাম
বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

নবম শ্রেণির পড়াশোনা

সুধীর বরণ মাঝি

নবম শ্রেণির পড়াশোনা

শারীরিক শিক্ষা

 

১.         নিম্নের কোনটি নাইট্রোজেন জাতীয় খাদ্য সঞ্চয় করে?

            ক. মজ্জা খ. অন্তঃত্বক 

            গ. পরিচক্র         ঘ. মূলত্বক

২.         নিম্নের কোনটি ভাইরাস দারা গঠিত?

            ক. নিউক্লিক এসিড   

            খ. লিপিড় ও নিউক্লিক এসিড

            গ. প্রোটিন ও নিউক্লিক এসিড  

            ঘ. প্রোটিন ও লিপিড

৩.        নিচের কোনটি রক্ত জমাট বাঁধার মূল উপাদান নয়?

            ক. ফিব্রিনোজেন  খ. প্রোথ্রাম্বিন  

            গ. এ্যালবুমিন      ঘ. পধ++

৪.         নিচের কোনটি ভাইরাসজনিত রোগ?

            ক. ডেঙ্গু   খ. টাইফয়েড   গ. হার্নিয়া   ঘ. হাম

৫.         ক্ষতস্থান নিরাময়ে অংশগ্রহণ করে কোনটি?

            ক. হিস্টিওসাইট   খ. ফাইব্রোব্লাস্ট  

            গ. প্লাজমাকোন্ট  ঘ. মাইক্রোফেজ

৬.        হূেপশির বৈশিষ্ট্য নয় কোনটি?

            ক. শাখান্বিত পেশিতন্ত্র  

            খ. দৈর্ঘ্য ১০০ মাইক্রন 

            গ. নিউক্লিয়াস একাধিক এবং এক পাশে 

            ঘ. প্রাকৃতিক ও অনৈচ্ছিক

৭.         মানব দেহের সক্ষমতা ও কার্যকারিতা বাড়ে কি উপায়ে?

            ক. খাদ্য গ্রহণে       খ. মাদক গ্রহণে   

            গ. এন্ডিবডির মাধ্যমে  ঘ. ব্যায়ামের মাধ্যমে

৮.        মানব দেহের গঠন, উচ্চতা, পেশির প্রকৃতি; স্নায়ুতন্ত্রেও বিশেষত্ব নির্ভর করে?

            ক. বংশগতির ওপর  খ. পরিবেশের ওপর 

            গ. খাদ্যের ওপর     ঘ. আবহাওয়ার ওপর

৯.         কোন প্রক্রিয়ায় সহজেই শিশুর ব্যক্তিত্বের বিকাশ ঘটানো যায়?

            ক. গল্পের বই পড়ে            খ. নিয়মিত টিভি দেখলে  

            গ. খেলাধুলায় অংশগ্রহণ করলে  

            ঘ. গান শিখলে

১০.       কোথায় মানুষের মধ্যে কোন ভেদাভেদ থাকে না?

            ক. খেলার মাঠে   খ. বিয়ের অনুষ্ঠানে  

            গ. ধর্মীয় প্রতিষ্ঠানে          ঘ. শিক্ষাপ্রতিষ্ঠানে

১১.       সহযোগিতা ভ্রাতৃত্ব ও সাংস্কৃতিক দিকের বিকাশ ঘটায় —

            ক. ব্যায়াম          খ. নির্ভরশীলতা  

            গ. মানবতা        ঘ. খেলাধুলা

১২.       শারীরিক শিক্ষা শিক্ষার্থীর বন্ধুও -

            ক. শত্রু  খ. পথ প্রদর্শক

            গ. অভিভাবক     ঘ. শুভানুধ্যায়ী

১৩.      শারীরিক শিক্ষা কোন নিয়মে শিক্ষাদানের ওপর জোর দেয়?

            ক. প্রাকৃতিক নিয়মে           খ. জোরপূর্বক প্রয়োগ

            গ. লিখন পদ্ধতিতে   ঘ. তথ্য প্রযুক্তিতে

১৪.       জীববিজ্ঞান কী —

            ক. প্রাণীর বিজ্ঞান               খ. জীবনের বিজ্ঞান 

            গ. উদ্ভীদ ও প্রাণীর বিজ্ঞান ঘ. জীবন ও প্রাণীর বিজ্ঞান

১৫.       জীববিজ্ঞানের তথ্যানুসারে এই পৃথিবীতে মানুষ সৃষ্টি হয়েছে —

            ক. কৃত্রিমভাবে      খ. পরিবর্তনের মাধ্যমে  

            গ. বিবর্তনের ফলে   ঘ. প্রাকৃতিক বিপর্যয়ের মাধ্যমে

১৬.      দৈহিক ও মানসিক অবসাদ দূরীকরণের উপায় কোনটি?

            ক. পুষ্টিকর খাদ্য গ্রহণ

            খ. পরিমিত বিশ্রাম ও ঘুম  

            গ. সিনেমা দেখা  ঘ. নৌকা ভ্রমণ

১৭.       যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে খেলাধুলার উন্নয়নের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় কখন?

            ক. ২০০১ সালের জুন       

            খ. ২০০২ সালের সেপ্টেম্বর

            গ. ২০০৩ সালের জুলাই

            ঘ. ২০০৪ সালের মে মাসে

১৮.      ব্যায়ামের উপকারিতা কী?

            ক. কাঁধের উন্নতি            খ. পায়ের উন্নতি 

            গ. মনের উন্নতি              ঘ. দেহ ও মনের উন্নতি

১৯.       কত বছর বয়সের পূর্বে গর্ভধারণ করা ঝুঁকিপূর্ণ?

            ক. ২০ বছর        খ. ২১ বছর

            গ. ১৯ বছর        ঘ. ১৮ বছর

২০.       সুস্বাস্থ্য গঠনের অন্যতম মাধ্যম কোনটি?

            ক. নিয়মিত পরিশ্রম ও বিশ্রাম  

            খ. ভলিবল   গ. সাঁতার   ঘ. জিমন্যাস্টিকস

২১.       দূরপাল্লার দৌড়বিদদের জন্য বেশি প্রয়োজন -

            ক. ক্ষিপ্রতা         খ. শক্তি 

            গ. দম    ঘ. অধিক অক্সিজেন।

২২.        গর্ভকালীন সময়ে মায়ের প্রতি কি করতে হয়-

            ক. স্বাভাবিক থাকা          খ. কুসংস্কারে বিশ্বাস

            গ. বেশি ঘুমানোর ব্যবস্থা করা 

            ঘ. বিশেষ যত্ন নেওয়া ।

২৩.       বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য কোনটি অপরিহার্য?

            ক. স্বাস্থ্যকর শ্রেণিকক্ষ 

            খ. শিক্ষক    গ. খেলাধুলা     ঘ. শিক্ষা সফর

২৪.       আন্তর্জাতিক ফুটবল সংস্থার নাম কী ?

            ক. ফিফা            খ. ফিনা

            গ. আইআরএ       ঘ. এফ আইভি

২৫.       পেনাল্টি মার্ক কোথায় দেওয়া হয়?

            ক. গোলপোস্টের ১২ গজ সামনে 

            খ. গোলপোস্টের ১৫ গজ দূরে

            গ. মধ্যমাঠ থেকে ১২ গজ দূরে  

            ঘ. টাচ লাইন থেকে ১০ গজ সামনে

 [চলবে]

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর