সোমবার, ৬ মার্চ, ২০১৭ ০০:০০ টা
বাংলা প্রথমপত্র

এইচএসসি মডেল টেস্ট

মো. একরামুল ইসলাম

এইচএসসি মডেল টেস্ট

বহুনির্বাচনী প্রশ্ন

১.   মাদাম লোইসেল বান্ধীর কাছ থেকে কী ধার করে?

     ক. সোনার হার খ. দামি শাড়ি   

     গ. মুক্তার মালা     ঘ. হীরার হার

২.   ‘রক্তে  আমার অনাদি অস্থি’ কবিতায় কোন নদীর উল্লেখ আছে?

     ক. কর্ণফুলী   খ. গোমতী    

     গ. যমুনা          গ. কুশিয়ারা

৩.   কোন অঞ্চলের মানুষের দিল সাচ্চা?

     ক. মতিগঞ্জের  খ. মহব্বতনগর    

     গ. গারো পাহাড়     ঘ. রহমতগঞ্জ

৪.   সিরাজউদ্দৌলা নাটকে কয়টি দৃশ্য?

     ক. ১২     খ. ১৪    গ. ১৬    ঘ. ১৮

     নিচের উদ্দীপকটি পড় এবং ৫ ও ৬নং প্রশ্নের উত্তর দাও।

     দেশের দক্ষিণ অঞ্চলে প্রতি বছর বন্যা ও ঝড় বাদল হয়। যে কারণে দক্ষিণ অঞ্চলের মানুষ বন্যা ও ঝড় বাদলের শুরুতেই শুকনো খাবার সংগ্রহ করে রাখে।

৫.   উদ্দীপকের দক্ষিণ অঞ্চলের মানুষের ‘মহাজাগতিক কিউরেটর রচনার সাদৃশ্য রয়েছে কার সাথে।

     ক. সাপ    খ. বাঘ  গ. নীলতিমি  ঘ. পিঁপড়া

৬.   সাদৃশ্যের স্বরূপ—

     ক. দিশেহারা  খ. সুবিবেচক     

     গ. আত্মত্যাগ       ঘ. বিপদে পড়া

৭.   ‘লোক লোকান্তর’ কবিতায় কবি ‘শাদা সত্যিকার পাখি’ বলতে বুঝিয়েছেন—

     ক. জীবন্ত   পাখি    খ. সাহিত্য চেতনা   

     গ. কাব্য সাধনা    ঘ. কাব্যচেতনা

৮.   মজিদ বুড়োকে মাজারে পাঁচ পয়সার শিন্নি দিতে বলে কেন—

     ক. শাস্তি হিসেবে     খ. মানত হিসেবে   

     গ. দান হিসেবে     ঘ. মনোবাসনার জন্য

৯.   খালি হাত ভর্তির দ্বারা ফিলপ্যাট্রিক কী বোঝাচ্ছেন—

     ক. ক্ষমতা    খ. অন্ত্র    

     গ. ফলমূল         ঘ. উেকাচ

     নিচের উদ্দীপকটি পড় এবং ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাও।

     ‘আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়’

১০.  উদ্দীপকের সাথে কোন কবিতার সাদৃশ্য আছে?

     ক. বিভীষণের প্রতি মেঘনাদ  

     খ. আমি কিংবদন্তির কথা বলছি   

     গ. ঐকতান        ঘ. লোক-লোকান্তর

১১.  উদ্দীপক ও কবিতার যোগসূত্রে ইঙ্গিতবহ হয় কোনটি—

     ক. জীবন সন্ধ্যা         খ. জীবনের প্রকাশ    

     গ. আত্মস্বীকারোক্তিতে  ঘ. সমাজ সংসার

১২.  ‘রেইনকোট’ গল্পের উৎস কী?

     ক. জাল স্বপ্ন স্বপ্নের জাল   

     খ. অন্যঘরে অন্যস্বর    

     গ. দোজখের ওম    ঘ. খোয়াবনামা

১৩.  গ্রামের মহিলারা কার কাছ দিয়ে মজিদের কাছে আর্জি পাঠায়?

     ক. হাসুনির মার    খ. খালেক ব্যাপারী   

     গ. রহিমার         ঘ. আমেনা বিবির

১৪.  ‘এদেশে থেকে এ দেশকে ভালোবেসেছি-সংলাপটি কার?

     ক. নারাণের   খ. মোহনলাল 

     গ. মোহাম্মদি বেগ    ঘ. বদ্রি আলির

১৫.  অ্যাশমেলিয়ান মিউজিয়াম কীভাবে গড়ে উঠে?

     ক. সমবায়ের মাধ্যমে   

     খ. সরকারি অনুদানে   

     গ. ব্যক্তিগত সংগ্রহে

     ঘ. বৈদেশিক সহায়তায়

     নিচের উদ্দীপকটি পড় এবং ১৬ এবং ১৭ নং প্রশ্নের উত্তর দাও :

     শরিফার বাবা-মার সর্বক্ষণ দ্বন্দ্ব সংঘাত লেগেই থাকে। এই দ্বন্দ্ব সংঘাতে অতিষ্ঠ হয়ে শরিফা স্থানীয় চেয়ারম্যানের কাছে বিচার প্রার্থনা করে। চেয়ারম্যানের লোলুপদৃষ্টির কারণে পরিবারটি ধ্বংস হয়ে গেছে।

১৬.  উদ্দীপকের শরিফা লালসালু উপন্যাসের  কোন চরিত্রের প্রতিনিধি।

     ক. হাসুনির মা খ. জমিলা   

     গ. তাহের         ঘ. রহিমা

১৭.  পরিবারটি ধ্বংসের দিক থেকে ‘লাল সালু’  উপন্যাসের বুড়োবুড়ির পরিবারটি ধ্বংসের যে তাত্পর্য বহন করে।

     i. ক্ষমতার প্রভাব    ii.অনৈতিকতার প্রভাব 

     iii. ধর্মীয় গোঁড়ামি

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii         খ. i ও iii  

     গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৮.  অশুভ আস্তানা বলতে কবি কী বুঝিয়েছেন—

     ক. সংগ্রামীদের আস্তানা   

     খ. শাসকদের আস্তানা 

     গ. শহিদদের আস্তানা

     ঘ. শ্রমিকদের আস্তানা।

১৯.  শেখ মুজিবুর রহমানকে কোন জেলে বদলি করা হয়েছিল?

     ক. মাদারীপুর খ. খুলনা     

     গ. বরিশাল        ঘ. ফরিদপুর।

২০.  কন ফুসিয়াস কে?

     ক. বস্তুবাদী দার্শনিক   খ. চীনা দার্শনিক   

     গ. ইরানের দার্শনিক   ঘ. প্রাচীন হিব্রু জাতি

     নিচের উদ্দীপকটি পড় এবং ২১ ও ২২নং প্রশ্নের উত্তর দাও।

     কাসেম বউয়ের উপর নির্যাতন চালায়। কারণে অকারণে বউকে নির্যাতন করা তার একটা শখে পরিণত হয়ে দাঁড়িয়েছে।

২১.  উদ্দীপকের কাসেমের সাথে মাসি-পিসি গল্পের কোন চরিত্রের সাথে সাদৃশ্য আছে—

     ক. গোকুল    খ. কৈলেশ   

     গ.  জগু          ঘ. কানাই

২২.  উদ্দীপকের কাসেম ও মাসি-পিসি উপন্যাসের জগু উভয় চরিত্রের মাধ্যমে প্রকাশ পেয়েছে।

     ক. হিংস্রতা   খ. যুদ্ধবাজ    

     গ. চরিত্রহীনতা    ঘ. অকল্যাণকামী।

২৩.  ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় চেতনার রঙের  বিপরীতে কী আছে?

     ক. অন্ধকার   খ. শত্রু বাহিনী   

     গ. অন্যবং    ঘ. বিদ্রোহী জনতা

২৪.  আঠারো বছর বয়সের প্রতীক—

     ক. যৌবনের   খ. বিপ্লবের    

     গ. উচ্ছ্বলতার ঘ. কৈশোরের

     নিচের উদ্দীপকটি পড় ২৫ এবং ২৬নং প্রশ্নের উত্তর দাও:

     বৃথা এ সাধনা, ধীমান। রাঘবদাস আমি কী প্রকারে তাহার বিপক্ষে কাজ কবির, রক্ষিত অনুরোধ?

২৫.  উদ্দীপকের রাঘবদাসের সাথে সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে?

     ক. মোহনলাল খ. মিরমদন   

     গ.  নারাণসিং       ঘ. মিরজাফর

২৬.  উদ্দীপকের মূল ভাবের মধ্য দিয়ে সিরাজউদ্দৌলা নাটকে কোন দিকটি ফুটে উঠেছে—

     ক. দুঃখ কথা খ. বিশ্বাসঘাতকতা   

     গ. মনোবেদনা      ঘ. স্বার্থপরতা

২৭.  ট্রয়নগরী কোথায় অবস্থিত?

     ক. গ্রিস   খ. ফ্রান্স    গ. ব্রাজিল    ঘ. তুরস্ক

২৮.  ‘একতারা যাহাদের তারাও সম্মান যেন পায়’—একতারা বলতে কাদের বুঝানো হয়েছে—

     ক. বাদ্যযন্ত্র   খ. একটি তারা   

     গ. একতারা বিশিষ্ট যন্ত্র   

     খ. উপেক্ষিত মানুষ—

২৯. বৃক্ষকে প্রশান্তির ইঙ্গিত বলা হয় কেন?

     ক. সার্থক জীবন     খ. গতিময় জীবন বলে    গ. বর্ধিষ্ণু বলে   ঘ. ফুল ফুটায় বলে

৩০.  রাজবন্দির জমান বন্দি কাজী নজরুল ইসলামের কোন ধরনের বচনা?

     ক. ছোটগল্প  খ. উপন্যাস   

     গ. নাটক          ঘ. প্রবন্ধ

 

উত্তরমালা : ১.ঘ ২.ক ৩.গ ৪.ক ৫.খ ৬.খ ৭.ঘ ৮.ক ৯.ঘ ১০.খ ১১.গ ১২.ক ১৩.গ ১৪.ক ১৫.গ ১৬.ক ১৭.ঘ ১৮.খ ১৯.ঘ ২০.খ ২১.গ ২২.ক ২৩.গ ২৪.ক ২৫.ঘ ২৬.খ ২৭.ক ২৮.ঘ ২৯.ক ৩০.ঘ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর