নতুন দেশ
রবীন্দ্রনাথ ঠাকুর
বহুনির্বাচনী প্রশ্ন
১. ‘নতুন দেশ’ কবিতাটি পাঠের উদ্দেশ্য কী?
i. শিক্ষার্থীর অনুসন্ধিত্সা জাগ্রত করা
ii. শিক্ষার্থীর কল্পনাশক্তি জাগ্রত করা
iii. শিক্ষার্থীর সৃজনশীলতা জাগ্রত করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২. ‘ভাটা’ কী?
ক. চাঁদের শক্তির আকর্ষণে নদীতে বেড়ে ওঠা জলের কমে যাওয়া
খ. সূর্যের শক্তির আকর্ষণে সমুদ্রের বেড়ে ওঠা জলের কমে যাওয়া
গ. চাঁদ ও সূর্যের আকর্ষণে সমুদ্র বা নদীতে বেড়ে ওঠা জলের কমে যাওয়া
ঘ. চাঁদ ও সূর্যের আকর্ষণে সমুদ্র বা নদীতে কমে যাওয়া জলের বেড়ে ওঠা
৩. ‘নতুন দেশ’ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
ক. সহজ পাঠ খ. কৈশোর
গ. আমার ছেলেবেলা ঘ. গল্পগুচ্ছ
৪. ‘নতুন দেশ’ কবিতায় কোনটি প্রকাশিত হয়েছে?
i. অজানাকে জানার সীমাহীন কৌতূহল
ii. প্রকৃতির সব রহস্য উন্মোচন করার আকাঙ্ক্ষা
iii. চার দেয়ালের মধ্যে বন্দী থেকেও কল্পনাশক্তির বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. i ও ii
গ. ii ও iii ঘ. iii
৫. জলের ঢেউয়ে কে নাচে?
ক. শিশু খ. কবি
গ. নৌকা ঘ. মাঝি
৬. মাঝনদীতে নৌকা কীভাবে যায়?
ক. ভাটার টানে খ. জোয়ারের আকর্ষণে
গ. জোয়ার-ভাটায় ঘ. স্রোতের টানে
৭. শিশুটি কী জানে না?
i. নৌকা কোন দেশে পৌঁছবে
ii. নতুন দেশের মানুষজনের কথা
iii. নতুন দেশের মানুষের বেশভূষার কথা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮. জলের ধারে কী দাঁড়িয়ে আছে?
ক. নতুন নগর খ. পাহাড় চূড়া
গ. নারিকেল বন ঘ. নতুন পশু
৯. ‘অমনি করে যাই ভেসে, ভাই/নতুন নগর বনে। ’—এখানে কী প্রকাশ পেয়েছে?
i. অসীম সৌন্দর্য ii. অজানা আনন্দ
iii. অপার বিস্ময়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও :
দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
একটি ধানের শীষের উপরে
একটি শিশির বিন্দু
১০. উদ্দীপকের সঙ্গে ‘নতুন দেশ’ কবিতার কোন দিকটি সাদৃশ্যপূর্ণ?
ক. সীমাহীন কৌতূহল
খ. প্রকৃতির রহস্য
গ. অজানাকে জানা
ঘ. অপার আকাঙ্ক্ষা
১১. উক্ত দিকটি ‘নতুন দেশ’ কবিতার কোন অংশে প্রতিফলিত হয়েছে?
ক. জানি না কোন্ দেশে/ পৌঁছে যাবে শেষে
খ. থাকি ঘরের কোনে/সাধ জাগে মোর মনে
গ. পাহাড়-চূড়া সাজে/নীল আকাশের মাঝে
ঘ. দূর সাগরের পারে/জলের ধারে ধারে
উত্তরমালা : ১.ঘ ২.গ ৩.ক ৪.খ ৫.গ ৬.ক ৭.ঘ ৮.গ ৯.ঘ ১০.ক ১১.ক।