[পূর্ব প্রকাশের পর]
২৫. কোন বাক্যে ক্রিয়াবাচক শব্দের দ্বিরুক্তরূপে ব্যবহার হয়েছে?
ক. বৃষ্টি পড়ে টাপুর টুপুর
খ. শিশুটি ধীরে ধীরে যায়
গ. ডেকে ডেকে হয়রান হয়েছি
ঘ. চিকমিক করে বালি
২৬. পৌনঃপুনিকতা বোঝাতে দ্বিরুক্ত শব্দের ব্যবহার কোনটি?
ক. ছোট ছোট ডাল কেটে ফেল
খ. ঝিরঝির বাতাস বইছে
গ. ধীরে ধীরে যাও
ঘ. ডেকে ডেকে হয়রান হয়েছি
২৭. নিচের কোনটি ক্রিয়াবাচক শব্দের দ্বিরুক্ত?
ক. বৃষ্টি পড়ে টাপুর টুপুর
খ. বারবার মেঘ ডেকে ওঠে
গ. দেখতে দেখতে চোখ জুড়িয়ে যায়
ঘ. মন কেমন কেমন করে
২৮. স্বল্পকাল স্থায়ী বোঝাতে নিচের কোন বাক্যটিতে দ্বিরুক্ত শব্দের প্রয়োগ ঘটেছে?
ক. দেখে দেখে যেও
খ. দেখতে দেখতে আকাশ কালো হয়ে গেল
গ. রোগীর যায় যায় অবস্থা
ঘ. ঝিরঝির করে বাতাস বইছে
২৯. ‘তোমার নেই নেই ভাব গেল না’ কোন অর্থে দ্বিরুক্ত?
ক. বিশেষণরূপে খ. ক্রিয়া বিশেষণ
গ. সামান্য অর্থে ঘ. আধিক্য অর্থে
৩০. আধিক্য অর্থে দ্বিরুক্তির ব্যবহার হয়নি কোনটিতে?
ক. ছোট ছোট খ. বারবার
গ. ভালো ভালো ঘ. সবগুলো
৩১. ‘বারবার সে কামান গর্জে উঠল’- এ বাক্যে দ্বিরুক্ত শব্দটি কোন অর্থ প্রকাশ করেছে?
ক. ক্রিয়া বিশেষণ খ. তীব্রতা
গ. আধিক্য ঘ. পৌনঃপুনিকতা
৩২. বিশেষণ বোঝাতে অব্যয় পদের দ্বিরুক্তি হয়েছে কোন বাক্যটিতে?
ক. আমি জ্বর জ্বর বোধ করেছি
খ. ভালো ভালো আম নিয়ে এসো
গ. দেখতে দেখতে আকাশ কালো হয়ে এলো
ঘ. পিলসুজে বাতি জ্বলে মিটিরমিটির
৩৩. ভাবের গভীরতা বোঝাতে অব্যয় পদের দ্বিরুক্তি হয়েছে কোনটিতে?
ক. ছি ছি, তুমি কী করেছ?
খ. ঝিরঝির করে বাতাস বইছে
গ. পিলসুজে বাতি জ্বলে মিটিরমিটির
ঘ. বারবার কামান গর্জে উঠল
উত্তরমালা : ২৫. গ ২৬. ঘ ২৭. গ ২৮. খ ২৯. ক ৩০. খ ৩১. ঘ ৩২. ঘ ৩৩. ক