বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

১০ লাখ অসহায় মানুষের পাশে শাবানা আজমি

শোবিজ ডেস্ক

১০ লাখ অসহায় মানুষের পাশে শাবানা আজমি

লকডাউনে স্থবির ভারত। করোনাভাইরাসের কারণে তাই বের হতে পারছে না মানুষ। ফলে দেশটির অভিবাসী শ্রমিক ও দিনমজুরদের না খেয়ে কোনোভাবে বেঁচে থাকতে হচ্ছে। এই পরিস্থিতিতে ভারতের ১৭২টি জেলার ১০ লাখ মানুষের সহায়তায় এগিয়ে এলেন শাবানা আজমি। ভারতীয় গণমাধ্যম জানালেন, দেশটির শ্রমিক ও দিনমজুরদের জন্য রেশন, রান্না করা খাবার ও স্যানিটেশন পণ্য সংগ্রহের ক্ষেত্রে ভূমিকা পালন করছেন শাবানা আজমি। সম্প্রতি নিজের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে বিষয়টি জানান অভিনেত্রী নিজেই। টুইটে শাবানা আজমি লিখেছেন-‘অ্যাকশন এইড ইন্ডিয়ার সঙ্গী হয়ে ভারতের ২১টি রাজ্যের ১৭২টি জেলার ১০ লাখের বেশি মানুষের কাছে পৌঁছতে পেরে আমি গর্বিত এবং কৃতজ্ঞ। আমরা ত্রাণ হিসেবে রেশন, রান্না করা খাবার ও স্যানিটেশন পণ্য সরবরাহ করছি। আর এই অনুদানে আপনারা যারা সহযোগিতা করেছেন তাদের সবাইকে জানাই ধন্যবাদ।’ গতকাল সেলিব্রেটি শেফ বিকাশ খান্না তার টুইটারে একটি পোস্ট শেয়ার করে জানান, শাবানা আজমি বৃদ্ধাশ্রম ও এতিমখানাগুলোতে রেশন দেওয়ার ক্ষেত্রে অনেক বড় সাহায্য করেছেন।

সর্বশেষ খবর