মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

তাপমাত্রা উঠল ৪৩ ডিগ্রিতে

বৃষ্টির জন্য রাজধানীতে নামাজ আদায়

নিজস্ব প্রতিবেদক

তাপমাত্রা উঠল ৪৩ ডিগ্রিতে

ভয়াবহ গরমে পুড়ছে দেশ। তাপমাত্রা বেড়েই চলেছে। গত ১৫ এপ্রিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় চুয়াডাঙ্গায় ৪২.২ ডিগ্রি সেলসিয়াস, যা নয় বছরের মধ্যে সর্বোচ্চ। গতকাল সেই রেকর্ড ভেঙে ঈশ্বরদীতে তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪৩ ডিগ্রি সেলসিয়াস। তবে আগের দিনের চেয়ে ঢাকার তাপমাত্রা গতকাল কিছুটা কমেছে। আজ চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া

অধিদফতর। এদিকে প্রশান্তির বৃষ্টির জন্য সৃষ্টিকর্তার কৃপা কামনা করে গতকাল রাজধানীতে ইস্তিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। সকাল ১০টায় আফতাবনগর এল ব্লক খেলার মাঠে ইস্তিসকার নামাজে শতাধিক মুসল্লি অংশ নেন। নামাজে ইমামতি করেন মুফতি শায়খ আহমাদুল্লাহ। গতকাল সন্ধ্যায় আবহাওয়া অধিদফতরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে। আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে বৃষ্টি হতে পারে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায়। রাত ও দিনের তাপমাত্রা প্রায় একই থাকতে পারে। টানা ১৫ দিন ধরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়া চুয়াডাঙ্গায় গতকালও ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। খুলনা ও রাজশাহী বিভাগের অধিকাংশ স্থানের ওপর দিয়ে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গতকাল যশোরে ৪১.২, কুষ্টিয়ার কুমারখালীতে ৪১.২, সাতক্ষীরা ও মোংলায় ৩৯ ডিগ্রি ও খুলনায় ৩৮.৮ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। এ ছাড়া রাজশাহীতে ৪২.৬ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় গতকাল। এক দিনের ব্যবধানে ঢাকায় তাপমাত্রা কিছুটা কমেছে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮.১ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিন ছিল ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা সবার। সবচেয়ে বিপাকে শ্রমজীবী মানুষ। বন্ধ হয়ে গেছে কাজকর্ম। ঘরের ভিতরে ফ্যান চালালেও গরম বাতাসে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। বাইরে বের হলে প্রখর রোদের সঙ্গে গরম বাতাসের ঝাপটায় চোখ, মুখ জ্বালাপোড়া করছে। খরায় পুড়ে শেষ হয়ে যাচ্ছে অপরিপক্ব ধান, সবজি, আমসহ বিভিন্ন ফসল। আবহাওয়া অফিস অবশ্য আগামী চার-পাঁচ দিনের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা দেখছে। আর বৃষ্টি হলেই কমতে পারে দম বন্ধ হওয়া গরম।

সর্বশেষ খবর