পোশাক শিল্পে চলমান অস্থিরতা, পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টি, ধ্বংসাত্মক কার্যক্রম চালানোর প্রতিবাদ জানিয়েছে জাতীয় শ্রমিক ঐক্য। সেই সঙ্গে এ খাতে নৈরাজ্য সৃষ্টিকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানায় সংগঠনটি। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক সমাবেশে এ দাবি জানান সংগঠনটির নেতারা।
জাতীয় শ্রমিক ঐক্যের সভাপতি এ এ এম ফয়েজ হোসেন বলেন, পতিত স্বৈরাচারের দোসররা গার্মেন্ট শিল্প ধ্বংসের ষড়যন্ত্র করছে। তারা পোশাক শিল্পে নৈরাজ্য সৃষ্টি করে সরকারকে বেকায়দায় ফেলতে চায়। গার্মেন্ট মালিকদের একটি বড় অংশ স্বৈরাচার সরকারের দোসর। তারা শ্রমিকদের দিয়ে আবারও ষড়যন্ত্রের খেলা খেলতে চাচ্ছে। চলমান নৈরাজ্য তাদের নতুন ষড়যন্ত্রের অংশ। জাতীয় শ্রমিক ঐক্য কোনো নৈরাজ্য আশ্রয়প্রশ্রয় দেবে না।
শ্রমিক ঐক্যের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, বিজিএমইএর সাবেক সভাপতি ও ঢাকা মহানগরী উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি গার্মেন্ট শিল্পে নৈরাজ্য সৃষ্টির প্রধান হোতা। তাঁর নির্দেশে মিরপুরে ছাত্র আন্দোলনের মিছিলে গুলি করা হয়েছে। আমরা তাঁর গ্রেপ্তার দাবি করছি। একই সঙ্গে তাঁর নেতৃত্বে ভোট ডাকাতি করে বিজিএমইএর পর্ষদ দখলকারীদের অবিলম্বে অব্যাহতি প্রদান করতে হবে। সব দুষ্কৃতকারীকে আইনের আওতায় এনে বিচারের মুখামুখি করতে হবে। সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর হোসাইন, আবদুস সালাম, বাংলাদেশ প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুন নাহার, জাতীয় গার্মেন্টস শ্রমিক জোটের সভাপতি মাহতাব উদ্দীন শহীদ, সমন্বিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম পথিক, বাংলাদেশ অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. গোলাম ফারুক, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি বাহরাইনে সুলতান বাহার, ইসলামী শ্রমিক আন্দোলনের নেতা হারুনুর রশিদ, জাতীয় গার্মেন্টস শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শফিকুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের গাজীপুর মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি ফারদিন হাসান হাসিব, গাজীপুর জেলা সভাপতি মোজাহিদুল ইসলাম, ঢাকা জেলা উত্তরের সভাপতি হারুনুর রশিদ প্রমুখ।