ভারতের কর্ণাটক প্রদেেশের রাজধানী বেঙ্গালুরুতে কাবেরী নদীর পানি দাঙ্গায় দুই জন নিহত হয়েছে। নদীটির পানি নিয়ে সুপ্রীম কোর্টের সম্প্রতি দেয়া রায়ের বিরুদ্ধে মঙ্গলবার রাস্তায় নামে বিক্ষুব্ধ জনতা। তারা অনেকগুলো যানবাহন, দোকানপাটসহ বিভিন্ন স্থাপনায় আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও গুলি ছোঁড়ে। এতে দুই জন বিক্ষোভকারী নিহত হন। তবে এখন পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ভারতের কর্ণাটকে উৎপত্তি কাবেরী নদীর। যা পরে তামিলনাড়ু হয়ে বঙ্গোপসাগেরে পতিত হয়েছে। গত দুই শতাব্দী ধরেই এ নদীর পানি নিয়ে দুই রাজ্যের মধ্যে মনকষাকষি চলছেই। তামিলনাড়ুর অভিযোগ কর্ণাটক মজুদ করে রাখায় তারা যথেষ্ঠ পানি পাচ্ছে না। এ নিয়ে কেন্দ্রের ও রাজ্য সরকার একাধিকবার নানা পদক্ষেপ নিয়েছেন। কিন্তু কোনোটাই এর দীর্ঘস্থায়ী সমাধান আনতে সক্ষম হয়নি।
সম্প্রতি সুপ্রীম কোর্ট রায় দেন, তামিলনাড়ুর জন্য কর্নাটককে পানি ছাড়তে হবে। এ নিয়ে ক্ষেপে যায় কর্নাটকের সাধারণ লোকজন। কারণ শুধু তামিলনাড়ুই নয়, এ রাজ্যের কৃষিও কাবেরী নদীর পানির ওপর অনেক বেশি নির্ভরশীল। সুপ্রীম কোর্টের রায়ে একমত হতে পারেনি রাজ্যটির সরকারও। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের ওপর অন্যায় করা হয়েছে।
সূত্র : সিএনএন
বিডি প্রতিদিন/১৪ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা