এবার চীনের মূল ভূখণ্ডে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ‘মিরান্তি’। এ সময় টাইফুনের বাতাসে গতিবেগ ছিলো ঘণ্টায় ২৩০ কিলোমিটার, যা সর্বোচ্চ ২৮০ কিলোমিটার পর্যন্ত ওঠানামা করে। এর আগে তাইওয়ানে তাণ্ডব চালায় টাইফুন মিরান্তি।
স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে টাইফুনটি চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের জিয়ামেনে আঘাত হানে। সকালে ঘুম থেকে ওঠার পর স্থানীয়রা সড়কের ওপর ‘মিরান্তির’ তাণ্ডব প্রত্যক্ষ করেন। এছাড়া উপকূলীয় এলাকায় ঘরের জানালাতেও বাতাসের তীব্র ঝাপটা চলেছে রাতভর। তাইওয়ানের পর গতিপথে বৃহস্পতিবার চীনে এ তাণ্ডব চালালো মিরান্তি।
তবে ঝড়ের প্রভাবে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে আগেই সব ধরনের ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। আবহাওয়া অধিদফতর সমুদ্রে সর্বোচ্চ ঢেউয়ের সর্তকতার কথা জানিয়ে জরুরি কর্মীদের প্রস্তুত থাকতে বলেছিল।
এর আগে স্থানীয় সময় বুধবার দিনভর তাইওয়ানে তাণ্ডব চালায় ‘মিরান্তি’। দেশটির দক্ষিণাঞ্চলীয় উপকূলে আঘাত হানার সময় বাতাসে এর গতিবেগ ছিল ঘণ্টায় ৩৭০ কিলোমিটার, যা ফর্মুলা ওয়ান রেস কারের চেয়েও বেশি।
বিডি প্রতিদিন/ ১৫ সেপ্টেম্বর ২০১৬/ এনায়েত করিম