যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের দাতব্য সংস্থা ট্রাম্প ফাউন্ডেশন যথাযথভাবে কাজ করছে কি-না তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে নিউ ইয়র্ক। নিউ ইয়র্কের এটর্নি জেনারেল এরিক স্নাইডারম্যান মঙ্গলবার এ বিষয়ে তদন্ত শুরু করেছেন।
ট্রাম্প ফাউন্ডেশন নিউ ইয়র্কের দাতব্য সংস্থা পরিচালনা আইন মেনে চলছে কিনা এ তদন্তের মধ্য দিয়ে সেটিই নিশ্চিত হতে চান বলে জানান তিনি।
ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটনের সমর্থক স্নাইডারম্যান ২০১৩ সালে জালিয়াতির অভিযোগে ট্রাম্প বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে মামলা করেন।
ট্রাম্প ফাউন্ডেশন কি ধরনের বেআইনি কাজ করে থাকতে পারে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্পের প্রচারশিবিরের মুখপাত্র স্টিভেন চেউং স্নাইডারম্যান। তবে তিনি এ পদক্ষেপ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছেন।
বিডি প্রতিদিন/ ১৫ সেপ্টেম্বর ২০১৬/ এনায়েত করিম