ইসরাইলের অবরোধের মুখে পড়ে ছেলে ইমাদ আল-দিনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় এক ফিলিস্তিনি মায়ের। এরপর একে একে কেটে যায় পাঁচটি বছর। সন্তানের সঙ্গে আর দেখা হয়নি তার। এ বছর হজ পালন করতে গিয়ে অবশেষে মা-ছেলেতে মিলন হলো।
ইমাদ এবার হজ ও ওমরাহ উপলক্ষে ফিলিস্তিন থেকে দুটি মসজিদের তত্ত্বাবধায়ক হিসেবে যোগ দেন। তার মা ছিলেন রিয়াদেই। এখানে এসে এরকম অভূতপূর্ব কাণ্ড ঘটতে পারে তা মা-ছেলের কেউই কল্পনাও করতে পারেননি।
ইমাদ বলেন, এটা খুশি হওয়ার চেয়েও অনেক বেশি কিছু। আমি 'থ' হয়ে গেছি। বিশ্বাসই করতে পারছি না মা আমার সামনে দাঁড়িয়ে। ইসরাইলের অবরোধের সময় আমরা একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাই। এই পবিত্র ভূমি মিনায় ভাগ্য আমাকে আবার মায়ের সাথে দেখা করার সুযোগ দেবে, আমি জানতাম না। সূত্র : আরব নিউজ
বিডি প্রতিদিন/১৬ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা