ইসলাম ধর্ম গ্রহণের পর এবার হজ করলেন সৌদি আরবে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত সাইমন কলিস। ৬০-বছর বয়সী কলিসই প্রথম কোনো ব্রিটিশ দূত যিনি হজ করলেন। তার স্ত্রী হুদা মুজারকেশও তার সাথে হজ পালন করেছেন।
হজের প্রচলিত সাদা পোশাক পরা কলিসের বেশ কিছু ছবিও ছাপা হয়েছে। সৌদি আরবের একজন লেখক ও নারী আন্দোলনকারী ফওজিয়া আলবাকার তার টুইটার অ্যাকাউন্টে এই ছবিগুলো পোস্ট করেন। টুইটবার্তায় তিনি লেখেন, সৌদি আরবে প্রথম ব্রিটিশ দূত ইসলাম গ্রহণের পর হজ পালন করছেন। ছবিতে তাকে তার স্ত্রীর সাথে মক্কায় দেখা যাচ্ছে। আল্লাহু আকবর।
এরপর অনেকেই ব্রিটিশ দূতকে অভিনন্দন জানাতে শুরু করেন। সৌদি রাজকন্যা বিনমাহ্ বিনতে সৌদ টুইট করেন, রাষ্ট্রদূত এবং তার স্ত্রীর প্রতি রাইল বিশেষ অভিনন্দন।
এরপর কলিসও টুইটারে সবাইকে ধন্যবাদ জানান। তিনি লেখেন, বিয়ের কিছুদিন আগে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন।
কলিস ২০১৫ সাল থেকে সৌদি আরবে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ইরাক, সিরিয়া ও কাতারে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি তিউনিস, নয়া দিল্লি এবং আম্মানেও কূটনীতিক হিসেবে কাজ করেছেন কলিস। সূত্র : বিবিসি
বিডি প্রতিদিন/১৬ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা