পাকিস্তানের একটি মসজিদে জুমার নামাজের সময় অাত্মঘাতী বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ২৯ জন।
শুক্রবার দেশটির আফগানিস্তান সীমান্তের উপজাতীয় এলাকা মোহাম্মদ এজেন্সির এনবার তেহসিলে এ ঘটনা ঘটে বলে কতৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানিয়েছে দ্য ডন।
একজন নিরাপত্তা কর্মকর্তা নিশ্চিত করেছেন হামলাটি ছিল আত্মঘাতী। তিনি আরও জানান, মসজিদের বারান্দায় ওই হামলার ঘটনা ঘটে।
ডনের খবরে বলা হয়, বিম্ফোরণের পর পরই আহতদের উদ্ধার করা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
এখন পর্যন্ত এ হামলার দায় কোনো সন্ত্রাসী গ্রুপ স্বীকার করেনি। তবে পাকিস্তান তালেবানের হামলার অন্যতম লক্ষ্যবস্তু দেশটির মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান ও আদালত। সে হিসেবে প্রাথমিকভাবে এই হামলার পেছনেও তারা জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/১৬ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব