বিশ্বের অন্যতম বৃহত্তম অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সংকটাবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মারকেল।
ইইউ থেকে বের হয়ে যেতে ব্রিটেনের ভোটের পর আঞ্চলিক বিশ্বাস ফিরিয়ে আনার পথ খুঁজে বের করতে শুক্রবার স্লোভাকিয়ায় মিলিত হন জোটের নেতারা। সেখানে অংশ নিয়ে জার্মান চ্যান্সেলর একথা বলেন।
ব্রিটেন ছাড়া অনুষ্ঠিত এই সভায় মারকেল বলেন, বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন একটা সংকটাবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে এবং এর একটা সমাধান প্রায়োজন।
তিনি বলেন, এক সম্মেলনের মাধ্যমে আপনারা সব ইউরোপীয় সমস্যা সমাধান করতে পারবেন না। এজন্য আমাদের কাজের মাধ্যমে দেখাতে হবে নিরাপত্তা ও সন্ত্রাস মোকাবেলায় আমারা ভালো কিছু করতে পারি।
নিরাপত্তা, অর্থনীতি ও প্রতিরক্ষার ক্ষেত্রে জোটে থেকে যে উন্নতি করা সম্ভব সেটা না দেখিয়ে শরণার্থীসহ নানা ইস্যুতে জোট রাষ্ট্রগুলো বিভক্ত হয়ে পড়েছে বলেও তিনি মন্তব্য করেন।
বিডি-প্রতিদিন/১৬ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব