চুল নিয়ে চুলোচুলি নয়, এখন পানি নিয়ে হানাহানি চলছে ভারতে। সম্প্রতি তামিলনাড়ু ও কর্নাটকের মধ্যে কাবেরী নদীর পানির ভাগভাটোয়ারা নিয়ে সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়। সেই ঝামেলার এখনো সমাধান হয়নি। এর মধ্যে আরেকটি নদী নিয়ে ঝামেলা মাথাচাড়া দিয়ে ওঠেছে ভারতে। নদীর নাম মহানদী। এ নদীর পানির হিস্যা নিয়ে ঝামেলা লেগেছে উড়িষ্যা ও ছত্রিশগড় প্রদেশের মধ্যে।
উড়িষ্যার অভিযোগ, ছত্রিশগড় সাত থেকে আটটা বাঁধ দিয়েছে এ নদীর ওপর। সেজন্য তারা ঠিকঠাক মতো পানি পাচ্ছে না। জবাবে ছত্রিশগড় বলছে, উড়িষ্যাকে ঠিকঠাক মতোই পানি দিচ্ছে তারা। কিন্তু ন্যায্য পরিমাণের চেয়ে উড়িষ্যা বেশি পানি দাবি করছে।
পানির এ ভাগবাটোয়ারা নিয়ে শুরু হওয়া বিতর্কে দুই রাজ্যই নিজ নিজ অবস্থানে অনড়। তাই রেষারেষি বাড়ছেই। বাধ্য হয়েই বিষয়টি নিয়ে নাক গলাতে হচ্ছে কেন্দ্র সরকারকে। শনিবার দুই রাজ্যের মুখ্যমন্ত্রীদের এক টেবিলে বসানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া
বিডি প্রতিদিন/১৭ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা