৬৬তম জন্মদিনে মায়ের আশীর্বাদ নিতে গুজরাটে ছুটে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গুজরাটের গান্ধীনগরে রাজভবনে রাত কাটিয়েই শনিবার সকাল ৭টায় মায়ের কাছে যান প্রধানমন্ত্রী। মা হীরাবেনের (৯৭) সঙ্গে দেখা করে তার আশীর্বাদ নেন মোদি। প্রায় আধাঘন্টা মায়ের সঙ্গে কাটান।
জন্মদিনে মাও নিজের হাতে তৈরি বিশেষ মিষ্টি খাইয়ে দেন ছেলেকে। তবে সকালে মায়ের সঙ্গে দেখা করার জন্য রাজভবন থেকে কোনো গাড়িবহর কিংবা সরকারি কর্মকর্তাকে সঙ্গে নেননি প্রধানমন্ত্রী। মায়ের বাসায় ঢোকার মুখে সেখানে উপস্থিত মানুষজনকে অভিনন্দন জানান তিনি।
মায়ের সঙ্গে দেখা করে ফের তিনি চলে আসেন রাজভবনে। সেখানে মুখ্যমন্ত্রী বিজয় রূপানিসহ বিজেপির অন্যান্য শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে মোদি চলে যাবেন রাজ্যের উপজাতি অধ্যুষিত দাহোদ জেলায়। সেখানে একটি সেচ প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে তার।
মোদির জন্মদিন উপলক্ষ্যে গুজরাটে এলাহি আয়োজন করা হয়েছে। দলের পক্ষ থেকে নেতাদের ফোন করে দিনটিকে ‘সেবা দিবস’ হিসেবে পালন করার নির্দেশ দেয়া হয়েছে। কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে হাসপাতাল, এতিমখানার মতো জায়গায় গিয়ে সেখানকার মানুষদের উপহার দিয়ে তাদের সঙ্গে দিনটি কাটাতে।
বিডি প্রতিদিন/১৭ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা