সিরিয়ার পূর্বাঞ্চলে দেশটির সেনাবাহিনীর স্থাপনায় মার্কিন জোটের বিমান হামলায় ৬২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও শতাধিক আহত হয়েছেন।
শনিবার দিবাগত রাত ৩টার দিকে রাশিয়ান সামরিক বাহিনীর মুখপাত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
মেজর জেনারেল ইগর কোনাশেনকোভ বলেন, শনিবার দেশটির দেইর এজোর বিমানবন্দরের কাছে এই হামলা চালানো হয়। স্পষ্ট করে না বললেও বিমান দু'টি যে জোটভুক্ত দেশের তা উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, সিরিয়ান কর্তৃপক্ষ রাশিয়াকে জানিয়েছে হামলায় ৬২ জন সৈন্য নিহতের পাশাপাশি শতাধিক আহত হয়েছেন।
যদিও তাদের দাবি তারা জেনে শুনে এ হামলা চালায়নি এবং সিরিয় বাহিনীর অবস্থান সম্পর্কে তথ্য পাওয়ার পরপরই বিমান হামলা বন্ধ করে দেয়া হয়।
এদিকে, যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ৮০ জন সৈন্য মৃত্যুর কথা জানিয়েছে।
বিডি-প্রতিদিন/১৮ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব