যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় শনিবার রাত ৯টার দিকে বড় ধরনের বিস্ফোরণে অন্তত ২৯ জন আহত হয়েছেন।ম্যানহাটনের চেলসি শহরে এই বিস্ফোরণ হয় বলে জানিয়েছে বিবিসি। ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, বিস্ফোরণের পর টুইটারে একটি ডাস্টবিনের ছবি এসেছে। বলা হচ্ছে, ওই ডাস্টবিনেই বিস্ফোরণ ঘটেছে এবং বিস্ফোরণের শব্দ এতো বেশি জোরালো ছিল যে তাতে পাশের ভবনের জানালার কাচ ভেঙে গেছে। এখন পর্যন্ত বিস্ফোরণের সম্পর্কে নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে নিউজার্সিতে পাইপ বোমা বিস্ফোরণের ঘণ্টাখানেকের মধ্যে এ ঘটনা ঘটলো।
বিডি-প্রতিদিন/ ১৮ সেপ্টেম্বর, ২০১৬/ আফরোজ