ভারত শাসিত কাশ্মীরের উরিতে আর্মি হেডকোয়ার্টারে ভয়ঙ্কর হামলা চালাল আত্মঘাতী জঙ্গিরা। জঙ্গিদের গুলিতে এখনও পর্যন্ত ২ জওয়ান নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৬ জওয়ান। ৩ জওয়ানকে হেলিকপ্টারে শ্রীনগরে সেনা হাসপাতালে উড়িয়ে আনা হয়েছে।
রবিবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ বারামুলা জেলার শ্রীনগর-মুজাফফরাবাদ জাতীয় সড়কের পাশে উরির সেনার ১২ নম্বর ব্রিগেডে সদর দফতরে হামলা চালায় জঙ্গিরা। এই সেনা দফতারটি ভারত-পাকিস্তান আন্তর্জাতিক নিয়ন্ত্রণ রেখার কাছে অবস্থিত। সূত্রের খবর এদিন সকালে ৩-৪ জন জঙ্গির একটি দল সেনা সদর দফতরে প্রবেশ করে। তার পরই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলি চালায় সেনা জওয়ানরাও। শুরু হয়ে যায় সেনা-জঙ্গি জোর গুলির লড়াই। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও সেনা-জঙ্গি গুলির লড়াই চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত সেনা মোতায়েন করা হচ্ছে বলে খবর।
এদিকে, কাশ্মীরের পরিস্থিতি পর্যালোচনা করতে রাশিয়া ও যুক্তরাষ্ট্র সফর বাতিল করে দিল্লিতে জরুরি বৈঠকে বসেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। উরির জঙ্গি হামলা নিয়ে কাশ্মীরের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর সঙ্গেও ফোনে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বিডি-প্রতিদিন/ ১৮ সেপ্টেম্বর, ২০১৬/ আফরোজ