যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের রকিংহাম শহরে স্থানীয় রামহ জুকো একাডেমির ফুটবল খেলোয়াড় ও কোচদের বহনকারী একটি বাস রক হিল শহর থেকে রেফোর্ড শহরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাসের সঙ্গে ধাক্কা লাগলে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
এক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় বিকাল তিনটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪২ জন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, বাসটির বাম চাকার টায়ার পাংচার হওযায় এই দুর্ঘটনা ঘটে। দেশটির হাইওয়ে পেট্রল তেকে জানানো হয়, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিলাররের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মারা যান চারজন। আহতদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়ার জন্য নিয়ে যাওয়া হয়।
বিডি-প্রতিদিন/তাফসীর