আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রেসিডেন্টের প্রাসাদের পাশে আত্মঘাতী বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরও ১০ জন। স্থানীয় সময় বুধবার বিকেলে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
খবরে বলা হয়, প্রেসিডেন্টের প্রাসাদের গেট থেকে ১০০ মিটার দূরে এবং আফগান অর্থ মন্ত্রণালয়ের পাশে বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে। কাবুলের প্রাণকেন্দ্রে এমন গুরুত্বপূর্ণ স্থানে কীভাবে বোমা হামলার ঘটনা ঘটলো তা খতিয়ে দেখতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে, ইরাক ও সিরিয়াভিত্তিক আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে।