যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থী আন্দোলনকে কেন্দ্র করে নতুন নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ৮৩ বছর বয়সী এক খ্রিস্টান ধর্মযাজককে গ্রেফতার করেছে ব্রিটিশ পুলিশ। ব্রিস্টলের রেভারেন্ড সু পারফিট নামের ওই যাজক একটি প্ল্যাকার্ড বহন করছিলেন, যেখানে লেখা ছিল— ‘আমি গণহত্যার বিরোধী। আমি প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করি।’
শনিবার ভোরে তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে ওই দিন মোট ২৮ জনকে এ ধরনের প্রতিবাদমূলক কর্মকাণ্ডের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম। পারফিটের গ্রেফতারের ঘটনা যুক্তরাজ্যে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে নতুন করে উদ্বেগ ও বিতর্কের জন্ম দিয়েছে।
গ্রেফতারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। এক ব্যবহারকারী লিখেছেন, এটি কর্তৃত্ববাদী দমন-পীড়নের একটি উদাহরণ এবং মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।
ব্রিটিশ সরকার সম্প্রতি ফিলিস্তিনপন্থী অ্যাক্টিভিস্ট সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’-কে নিষিদ্ধ ঘোষণা করে। আইন অনুযায়ী, এই সংগঠনকে সমর্থন বা সদস্যপদ গ্রহণ করা অপরাধ হিসেবে গণ্য হবে, যার সর্বোচ্চ শাস্তি ১৪ বছরের কারাদণ্ড।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ২০ জুন যুক্তরাজ্যের রাফ ব্রিজ নর্টন ঘাঁটিতে দুটি ভয়েজার সামরিক বিমান ক্ষতিগ্রস্ত করার দায় স্বীকার করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে জাতিসংঘের বিশেষজ্ঞ, নাগরিক অধিকার সংগঠন, শত শত আইনজীবী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব এই নিষেধাজ্ঞাকে ‘দমনমূলক’ আখ্যায়িত করেছেন। তাদের মতে, এটি প্রতিবাদ ও সন্ত্রাসবাদের মধ্যে পার্থক্যকে ঝাপসা করে দিচ্ছে এবং এক বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করছে। সূত্র : ডেইলি মেইল ও আনাদোলু এজেন্সি।
বিডি-প্রতিদিন/শআ