আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল। ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ খেলার পরই জাতীয় দলের জার্সি খুলে রাখবেন। ২৩ জুলাই জ্যামাইকার স্যাবিনা পার্কে সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়—এমন তথ্যই জানিয়েছে জানিয়েছে ক্রিকইনফো।
২০১৯ সাল থেকে কেবল টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলছেন রাসেল। এমন সময় অবসরের ঘোষণা দিলেন তিনি, যখন মাত্র ৭ মাস পরই বসবে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আন্তর্জাতিক মঞ্চে তাঁর ঝলমলে ক্যারিয়ারে রাসেল খেলেছেন ৮৪টি টি-টোয়েন্টি, ৫৬টি ওয়ানডে এবং একটি টেস্ট ম্যাচ।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় নিয়ে আবেগঘন রাসেল বলেন, “এই অনুভূতিকে শব্দে প্রকাশ করা সম্ভব নয়। ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করতে পারা আমার জীবনের অন্যতম গর্বের বিষয়। ছোটবেলায় কখনো ভাবিনি, এমন এক উচ্চতায় পৌঁছাব।”
মাত্র দুই মাসের ব্যবধানে নিকোলাস পুরানের পর রাসেল হলেন দ্বিতীয় শীর্ষস্থানীয় ক্যারিবীয় ক্রিকেটার, যিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলছেন। তিনি ছিলেন ২০১২ ও ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের গুরুত্বপূর্ণ সদস্য।
বিডি প্রতিদিন/নাজিম