ক্ষেপণাস্ত্র অঞ্চল লক্ষ্য করে সাম্প্রতিক ইরানি হামলার পর ইসরায়েলি সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা কমান্ডারকে বদলি করা হয়েছে।
আইডিএফ মুখপাত্র জানিয়েছেন, ব্রিগেডিয়ার জেনারেল কে. (ছদ্মনাম) বিমান প্রতিরক্ষা বাহিনীর কমান্ডারের পদ গ্রহণ করেছেন। তিনি ব্রিগেডিয়ার জেনারেল জি.-এর স্থলাভিষিক্ত হয়েছেন। যিনি গত চার বছর ধরে এই পদে দায়িত্ব পালন করেছিলেন।
বুধবার ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ রিপোর্ট জানিয়েছে, বিমান বাহিনীর কমান্ডার মেজর জেনারেল টোমার বারের নেতৃত্বে বিমান প্রতিরক্ষা স্কুলে হস্তান্তর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
ইসরায়েল দখলদার বাহিনী জেনারেল স্টাফদের জন্য সাতজন সিনিয়রকে নিয়োগ দেয়ার ঘোষণা করার ঠিক একদিন পরই নেতৃত্বের এই পরিবর্তন আসে।
ইসরায়েলি সামরিক বাহিনীর মতে, চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়ার জামির কর্তৃক প্রণীত এবং যুদ্ধমন্ত্রী ইসরায়েল কাটজ কর্তৃক অনুমোদিত এই নিয়োগ আগামী মাসগুলোতে কার্যকর হতে চলেছে।
ইরানের ওপর ১২দিনের মার্কিন-ইসরায়েলি যুদ্ধের হামলার সময় তেহরানও কড়া জবাব দেয়। ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের নানা স্পর্শকাতর স্থাপনায় আঘাত হানে। অনেক সামরিক স্থাপনাও ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত হয়।
সূত্র: প্রেস টিভি
বিডি প্রতিদিন/নাজমুল