কুমিল্লার মুরাদনগরের ২২টি ইউনিয়েনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জড়িয়ে কটুক্তির প্রতিবাদ এবং ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বুধবার বিকেলে এই বিক্ষোভ মিছিল করে মুরাদনগরের প্রত্যেক ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠন।
এ সময় বক্তারা বলেন, ফ্যাসিবাদ পালিয়ে গেলেও তাদের দোসররা এনসিপিসহ বিভিন্ন দলে ভিড় করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছে। মুরাদনগরে প্রশাসনের সহযোগিতায় আওয়ামী লীগ নেতাদের সাথে নিয়ে এনসিপি মব তৈরির চেষ্টা করছে। গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তারুণ্যের অহংকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির ভাইস চেয়ারম্যান মুরাদনগরের মাটি ও মানুষের হৃদয়ের স্পন্দন কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছে। আমরা ষড়যন্ত্রকারী ও অপপ্রচারকারীদের হুঁশিয়ার করে দিতে চাই। আমরা বলতে চাই সাবধান হয়ে যান, ভাল হয়ে যান, অন্যথায় জনগণ আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভুইয়ার নেতৃত্বে নবীপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির মিছিল, উপজেলা বিএনপির সদস্য সচিব ও যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলামের নেতৃত্বে সদর ইউনিয়ন বিএনপির মিছিল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহির সিদ্দিকী, আনিছ খান ও গাজী আব্দুল বাছিরের নেতৃত্বে বাঙ্গরা পূর্ব ইউনিয়ন বিএনপির মিছিল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী ইদ্রিসের নেতৃত্বে নবীপুর পূর্ব ইউনিয়ন বিএনপির মিছিল, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদের নেতৃত্বে আকবপুর ইউনিয়ন বিএনপির মিছিল, সৈয়দ আতিকুল্লাহ প্রিয়া ও উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদের নেতৃত্বে জাহাপুর ইউনিয়ন বিএনপির মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও ২২ টি ইউনিয়নের মিছিলে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট নাছির উদ্দীন আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশাহসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/নাজিম