নানা কর্মসূচির মধ্য দিয়ে ফেনীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকালে জেলা মহিলা দলের আয়োজনে শহরের সালাম কমিউনিটি সেন্টার থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের ট্রাংক রোডস্থ শহীদ মিনার এলাকায় গিয়ে শেষ হয়।
র্যালি পূর্বক সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন (ভিপি)।
জেলা মহিলা দলের সভাপতি জুলেখা আক্তার ডেইজির সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক জয়নব বানুর সঞ্চালনায় নারী নেতৃবৃন্দের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
বিডি প্রতিদিন/নাজিম