গাইবান্ধার সুন্দরগঞ্জে ঘাঘট নদীতে গোসলে নেমে নিখোঁজ লাবু খান (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সোমবার বিকাল ৫টার দিকে উপজেলার বামনডাঙ্গায় ঘাঘট নদীতে নিখোঁজ হন তিনি। প্রায় ৩ ঘণ্টা পর রাত ৮টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। গতকাল সকালে মনমথ গ্রামের সামাজিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। লাবু খান বামনডাঙ্গার মনমথ গ্রামের মতিয়ার রহমান খানের ছেলে। স্থানীয়রা জানান, বিকালে লাবু তার বাবার সঙ্গে নদীতে গোসলে নামে। সাঁতার কেটে নদীর এক পাড় থেকে অন্য পাড়ে গেলেও ফেরার সময় নিখোঁজ হন লাবু। এদিকে সাদুল্লাপুরে পুকুরে ডুবে আদুরী (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার ইদিলপুর ইউনিয়নের কুঞ্জমহিপুর গ্রামে এ ঘটনা ঘটে। আদুরী ওই গ্রামের আতোয়ার রহমানের মেয়ে। স্থানীয়রা জানান, আদুরী বাড়ির উঠানে খেলছিল। কোনো এক সময়ে সে পড়ে যায়। ওসি তাজ উদ্দিন খন্দকার বলেন, এ ঘটনায় থানায় ইউডি মামলা করা হয়েছে।