ভোর থেকেই বন্দুকযুদ্ধে উত্তপ্ত হয়ে ওঠে ভারতের কাশ্মীর। কুলগাঁওয়ে সোমবার রাতভর দুই পক্ষে সংঘর্ষ চলার পর গতকাল দ্বিতীয় দিনে পা রাখল নিরাপত্তা বাহিনীর ‘অপারেশন গুদার’। সশস্ত্র বিদ্রোহীদের সঙ্গে বন্দুকযুদ্ধে এখন পর্যন্ত ভারতের নিরাপত্তা বাহিনীর দুই সেনার মৃত্যু হয়েছে। একজন গুরুতর আহত হয়েছেন। অন্যদিকে দুই সশস্ত্র বিদ্রোহী নিহত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। ভারতীয় সেনার চিনার কোর জানিয়েছে, বন্দুকযুদ্ধে সুবেদার পর্বত গৌর এবং ল্যান্সনায়েক নরেন্দ্র সিন্ধুর নিহত হয়েছেন। এ ছাড়া আরও এক সেনাকর্মী আহত হয়েছেন। তবে এতে দমেনি নিরাপত্তা বাহিনী। ওই এলাকায় আরও কেউ লুকিয়ে রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তল্লাশি চালানো হচ্ছে। -এনডিটিভি