ফ্রান্সের রাজধানী প্যারিসের ল্যুভ জাদুঘর থেকে ১৯ অক্টোবর নাটকীয়ভাবে চুরি হয় ফরাসি সম্রাট নেপোলিয়ন ও তার স্ত্রীর ব্যবহৃত মুকুট, হার, কানের দুল ও ব্রুচ। জাদুঘরে ঢুকে গয়না চুরি করে পালিয়েছিলেন চারজন। তাদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুজন এখনো পলাতক। চুরির পরেই নড়েচড়ে বসে ফ্রান্স পুলিশ। গত রবিবার থেকে অন্তত ১৫০টি ডিএনএ নমুনা সংগ্রহ করে তারা। জোগাড় করা হয় অনেক আঙুলের ছাপ। এসব সূত্রই শেষ পর্যন্ত ধরিয়ে দিল দুই অভিযুক্তকে। এবিসি নিউজ জানায়, চোরদের মধ্যে একজন ফ্রান্স এবং আলজেরিয়ার যৌথ নাগরিক। ঘটনাস্থল এবং ল্যুভ জাদুঘরের আশপাশের এলাকা থেকে গত এক সপ্তাহ ধরে নমুনা সংগ্রহ করে প্যারিসের পুলিশ। যেসব আঙুলের ছাপ পাওয়া গেছে, তার অধিকাংশই অভিযুক্তদের সঙ্গে মিলেছে। জানা যায়, একটি ক্রেনবাহী ট্রাকে করে জাদুঘরের পেছন দিকে পৌঁছান চার যুবক। পালানোর সময় ক্রেনবাহী এই ট্রাকটি ফেলে রেখে বাইক ব্যবহার করেন চারজন।
এবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, এই ট্রাকে ডিএনএ নমুনা মিলেছে, যা তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এ ছাড়া অভিযুক্তদের একজনের হেলমেট উদ্ধার করেছিল পুলিশ। তার ভিতর থেকে পাওয়া চুলের নমুনা থেকেও অভিযুক্তকে শনাক্ত করা সহজ হয়েছে।