গুরুত্বপূর্ণ বিরল খনিজ ও মৃত্তিকার সরবরাহ নিশ্চিত করতে একটি কাঠামো চুক্তি স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি প্রতিশ্রুতি দিয়েছেন যে, তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে তার দেশের সম্পর্কের একটি ‘সোনালি যুগ’ প্রতিষ্ঠা করবেন। টোকিওতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের শুরুতেই তিনি এ ঘোষণা দেন। তাকাইচির সঙ্গে স্বাক্ষরিত এ চুক্তিতে বিরল খনিজ ও অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ উত্তোলন ও প্রক্রিয়াজাতকরণে সহযোগিতার কাঠামো নির্ধারণ করা হয়েছে। এএফপি
আসে এমন একসময়, যখন চীন সম্প্রতি এই গুরুত্বপূর্ণ উপকরণগুলোর রপ্তানিতে নিয়ন্ত্রণ কঠোর করেছে-যা স্মার্টফোন, বৈদ্যুতিক গাড়ি, প্রতিরক্ষা সরঞ্জামসহ নানা পণ্যের জন্য অপরিহার্য।
ট্রাম্প এ সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক করবেন বলে জানা গেছে, যা চলমান বাণিজ্যযুদ্ধের প্রেক্ষাপটে বিশেষ গুরুত্বপূর্ণ।
হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্র ও জাপান অর্থনৈতিক নীতি ও সমন্বিত বিনিয়োগ ব্যবহারের মাধ্যমে রেয়ার আর্থস ও ক্রিটিক্যাল মিনারেলসের বৈচিত্র্যময়, উন্মুক্ত ও ন্যায্য বাজার গড়ে তুলতে একসঙ্গে কাজ করবে।
উল্লেখ্য, বিরল খনিজ হলো এক বিশেষ ধরনের গুরুত্বপূর্ণ খনিজ উপাদান, যা প্রতিরক্ষা, অটোমোবাইল ও ইলেকট্রনিক শিল্পে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।