সিরাজগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান–এর প্রতিকৃতিতে ফুল প্রদান করা হয়।
বিকেলে পৌর ভাসানী মিলনায়তনের সবুজ চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি–এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সবুজ চত্বরে গিয়ে শেষ হয়। এতে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও স্লোগানে অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/আশিক