বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি সাঈদ আল নোমান বলেছেন, তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি করে তার কোনো ক্ষতি করা যাবে না। তবে রাজনৈতিক সংস্কৃতিতে চির ধরবে। তাই স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় তারেক রহমানের নেতৃত্বেই জাতীয় ঐক্য গড়তে হবে, এখনই তার উপযুক্ত সময়। বহু ত্যাগ ও প্রাণের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।
বুধবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র এবং দেশব্যাপী আইন-শৃঙ্খলার চরম অবনতির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিছিলটি নগরের সাগরিকা মোড় থেকে শুরু হয়ে হালিশহর নয়া বাজারে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোশাররফ হোসেন দিপ্তির সভাপতিত্বে এবং পাহাড়তলী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক এএম. নাজিম উদ্দিন।
মিছিল-পূর্ব সমাবেশে সাঈদ আল নোমান আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে লক্ষ লক্ষ বিএনপি নেতাকর্মীরা স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম চালিয়েছেন। তারেক রহমান এবং জিয়া পরিবার দেশের জনগণ ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন থেকে অনেক ত্যাগ স্বীকার করেছেন। তার নির্দেশে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা রাজপথে লড়াই করেছেন, রক্ত দিয়েছেন, জীবন উৎসর্গ করেছেন। তাই তার বিরুদ্ধে কটুক্তি করা হলে আমরা তার দাঁতভাঙা জবাব দেব।
বিডি প্রতিদিন/নাজিম