দিনাজপুরের বিরল উপজেলায় এক ভ্যানচালককে হত্যা করে তার ব্যাটারিচালিত অটোভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (১৬ জুলাই) সকালে বিরল উপজেলার ধামইর ইউনিয়নের মাটিয়ান গ্রামের মাটিয়ান দীঘির পাশের রাস্তা থেকে নিহত চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত ভ্যানচালকের নাম আসাদুল ইসলাম (৩৫)। তিনি বিরল উপজেলার বিজোড়া ইউনিয়নের যুগীহারী খাড়িপাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, কিছুদিন আগে আসাদুল পুরাতন ভ্যানটি বিক্রি করে একটি নতুন ব্যাটারিচালিত ভ্যান কিনেছিলেন। মঙ্গলবার সকালে সেই ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। রাতে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরদিন সকালে স্থানীয়রা মাটিয়ান দীঘির পাশে রাস্তার ধারে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে স্বজনরা গিয়ে মরদেহটি আসাদুল ইসলামের বলে শনাক্ত করেন।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা আসাদুলকে হত্যা করে তার ভ্যানটি ছিনতাই করে নিয়ে গেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ