সিলেটে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন। দুর্ঘটনায় অটোরিকশাটি সড়ক থেকে ছিটকে খালে পড়ে যায়।
বুধবার (১৬ জুলাই) সকাল ৭টায় দক্ষিণ সুরমার লালাবাজার এলাকার সাতমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুহিন আহমদ (১৮) দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের চর মুহাম্মদপুর গ্রামের গেদা মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিলেট থেকে ছেড়ে আসা প্রাইভেট কারের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে রাস্তার পাশে খালে পড়ে যায়। এতে দুই গাড়ির চালক ও যাত্রীরা আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা গিয়ে আহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পথে রুহিন আহমদ মারা যান।
দক্ষিণ সুরমা থানার ওসি মো. মিজানুর রহমান জানান, দুর্ঘটনায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করেছে।
বিডি প্রতিদিন/জামশেদ