পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের কালাত জেলার নিমারঘ এলাকায় করাচি থেকে কোয়েটাগামী একটি যাত্রীবাহী বাসে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। দেশটির সংবাদমাধ্যম ডন তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, প্রাদেশিক সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ জানিয়েছেন, এই হামলায় তিনজন যাত্রী নিহত হয়েছেন এবং সাতজন আহত হয়েছেন।
তিনি বলেন, আহতদের কালাত জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে এবং হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। তবে এধি ফাউন্ডেশনের বরাতে জানানো হয়েছে, আহতের সংখ্যা ১০ জন এবং তাদের কোয়েটার সিভিল হাসপাতালে নেওয়া হয়েছে।
শাহিদ রিন্দ আরও জানান, নিরাপত্তা বাহিনী, জেলা প্রশাসন ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে গেছে। এলাকাটি ঘিরে ফেলা হয়েছে এবং হামলাকারীদের ধরতে তল্লাশি অভিযান চলছে।
জিও নিউজকে তিনি জানান, বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি হামলার বিষয়ে অবগত হয়েছেন এবং পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে প্রতিবেদন চেয়েছেন।
প্রাথমিক তথ্যের ভিত্তিতে তিনি বলেন, “সন্ত্রাসীরা ওঁত পেতে ছিল, তারা বাস থামিয়ে দুই পাশ থেকে গুলি চালায়। হামলাকারীর সংখ্যা এখনো নিশ্চিত নয়।”
রাষ্ট্রীয় সম্প্রচারক পিটিভিও একজন যাত্রীর একটি ভিডিও পোস্ট করেছে যিনি বলেছেন যে সন্ত্রাসীরা বাসে নির্বিচারে গুলি চালিয়েছে। সূত্র: ডন
বিডি প্রতিদিন/নাজিম