সিরিয়া এবার রাসায়নিক হামলার অভিযোগ তুলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। তারা দাবি করেছে, একটি জঙ্গি ঘাঁটিতে মার্কিন বিমান হানায় গুঁড়িয়ে গেছে আইএস'র রাসায়নিক অস্ত্র তৈরির কেন্দ্র। এতে বিষাক্ত গ্যাসে শতাধিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। হামলার দায় নেয়নি আমেরিকা। এখবর জানাচ্ছে, ব্রিটিশ দৈনিক The Independent.
অভিযোগে বলা হয়েছে , দেশটির হাতলা গ্রামের পূর্ব অংশে মার্কিন জোট বাহিনী বোমা বর্ষণ করে। এখানে আইএসের রাসায়নিক অস্ত্র তৈরির কেন্দ্র আছে। মার্কিন বোমা বর্ষণের পর এলাকাটি ঘন সাদা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এর জেরে সেখানে মৃত্যু মিছিল চলছে।
সিরিয়ার মাটিতে রাসায়নিক হামলা নিয়ে সম্প্রতি সিরিয়ার সরকার অনুগত সেনা দেশের উত্তরাঞ্চলে সরকার বিরোধী গোষ্ঠীর অধীনে থাকা ইদলিব শহরের উপর রাসায়নিক অস্ত্র প্রয়োগ করে। এতে বহু মানুষের মৃত্যু হয়। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের এই অভিযোগ উড়িয়ে দিয়েছে সিরিয়ার সরকার। এরপর মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় গুঁড়িয়ে গেছে সিরিয়ার একের পর এক যুদ্ধ বিমান। প্রত্যুত্তরে মার্কিন যুক্তরাষ্ট্রকে সমঝে চলার হুঙ্কার দিয়েছে রাশিয়া। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর।
বিডি প্রতিদিন/এ মজুমদার