নারী বিমানকর্মীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে এক পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বিমানসংস্থা সূত্রে জানা গেছে, ইসলামাবাদ থেকে বার্মিংহামে যাচ্ছিল পিকে ৭৯১ বিমানটি। উড়ানের মাঝপথে বিমানের শৌচাগারে গিয়ে ধূমপান করছিলেন ২ যাত্রী। সারা বিশ্বের যে কোনও বিমানেই ধূমপান করা কঠোরভাবে নিষিদ্ধ। বিমানের এক নারী কর্মীর নজরে আসে ধূমপানের ঘটনা। ধূমপান আটকাতে গেলে তার সঙ্গে বচসা শুরু করে ওই যাত্রীরা। তাদের মধ্যেই একজন ওই নারীকর্মীকে যৌন ইঙ্গিতপূর্ণ গালিগালাজ করে। এমনকি এক পর্যায়ে তাকে ধাক্কাও মারে।
বিমানকর্মী ফিরে এসে পাইলটকে ঘটনাটি জানালে তিনি যোগাযোগ করেন বার্মিংহাম বিমানবন্দরের পুলিশের সঙ্গে। অবতরণের পরে বিমানে উঠে এসে যে যাত্রী বিমানকর্মীকে নিগ্রহ করেছিল তাকে গ্রেফতার পরে পুলিস। অপরজনকেও আটক করা হয়েছে বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/ ১৪ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৩