ভারতের সাবেক প্রতিমন্ত্রী মনোহর পরিকর বলেছেন, কাশ্মীরসহ নানা ইস্যুতে তার ওপর প্রচুর চাপ ছিল। প্রতিরক্ষামন্ত্রী পদে ইস্থফা দিয়ে গোয়ার মুখ্যমন্ত্রী পদে ফিরে আসার পেছনে এটি অন্যতম একটি কারণ। শুক্রবার গোয়ায় বাবাসাহেব আম্বেদকরের ১২৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠানে নিজে মুখেই এই কথা স্বীকার করেন গোয়ার মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, ‘আসলে দিল্লি আমার কাজের জায়গা নয়। আমি এই জায়গায় অভ্যস্ত নই। গোয়ায় ফিরে আসার পিছনে আমার একটি অন্যতম কারণ হল সেখানে প্রচুর চাপের মধ্যে ছিলাম’।
তিনি আরও বলেন, ‘কাশ্মীর ইস্যুর সমাধান করাটা সহজ কাজ নয়। এই সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদি নীতি নেওয়া জরুরী’।
২০১৪ সালে কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আসার পরই ওই বছরের নভেম্বরে গোয়া মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেন পারিকর। এরপর গত আড়াই বছর ধরে ওই দায়িত্ব পালন করেন। কিন্তু গত মার্চে গোয়ায় বিজেপি ক্ষমতায় আসার পর ফের গোয়ার মুখ্যমন্ত্রী পদে শপথ নেন পারিকর।
যদিও বিজেপির প্রেস সেল থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘এটা পরিস্কার করে বলে দিতে চাই যে গোয়ার মাননীয় মুখ্যমন্ত্রী মনোহর পারিকর এই ধরনের কোন মন্তব্য করেননি যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালীন তার ওপর অনেক চাপ ছিল’। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘প্রতিরক্ষামন্ত্রী হিসেবে পারিকর খুব সফল...এই সময়কালে প্রধানমন্ত্রী ও গোটা জাতিকে সমর্থন দিয়ে গেছেন’।
বিডি-প্রতিদিন/এস আহমেদ