মেক ইন ইন্ডিয়ার পথে আরও এককদম এগিয়ে গেল ভারত। আর তাতেই প্রতিরক্ষা ক্ষেত্রটি আরও মজবুত হতে চলেছে বলে মনে করা হচ্ছে। এবার ভারতের সঙ্গে হাত মিলিয়ে মিগ–২৯–কে যুদ্ধবিমান তৈরি করার ইচ্ছাপ্রকাশ করল রাশিয়া।
রবিবার রাশিয়ার যুদ্ধবিমান প্রস্তুতকারক সংস্থা মিগের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের যুদ্ধবিমান প্রস্তুতকারী সংস্থাগুলির সঙ্গে যৌথ উদ্যোগে 'মিগ–২৯ কে' যুদ্ধবিমান তৈরি করা হবে।
এদিন রাশিয়ার যুদ্ধবিমান সংস্থার চিফ এক্সিকিউটিভ অফিসার আইলিয়া টারাসেঙ্কো জানান,‘যুদ্ধবিমান তৈরির ক্ষেত্রে ভারতের প্রধানমন্ত্রীর কাছে বিস্তারিত প্রস্তাব দেওয়া হচ্ছে। ভারতীয় বিমানবাহিনীর জন্য যৌথভাবে যুদ্ধবিমান তৈরি করতে চাই। ভারতের সঙ্গে এই বিষয়ে কথাবার্তাও হয়েছে। ভারতের সঙ্গে যৌথভাবে একাধিক দীর্ঘমেয়াদি প্রকল্প করতে আমরা রাজি। মেক ইন ইন্ডিয়া প্রকল্পের মধ্যে থাকা বিভিন্ন প্রকল্পগুলিতেও আমরা যৌথভাবে কাজ করতে পারি।’
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রালয়ের সূত্রে খবর, চলতি বছরের জানুয়ারি মাসে রাশিয়ার মিগ সংস্থাকে ৫৭টি যুদ্ধবিমান চেয়ে আবেদন করেছিল ভারতীয় বিমানবাহিনী। কারণ ভারতের প্রতিরক্ষা মন্ত্রালয়ের সঙ্গে রাশিয়া দীর্ঘ ৫০ বছর ধরে কাজ করে চলেছে।
আর এবার যৌথভাবে যুদ্ধবিমান তৈরি করতে পারলে দু’দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে বলে মনে করছে আন্তর্জাতিক কূটনৈতিক মহল।
তবে ভারতীয় বিমানবাহিনী সূত্রে খবর, ফ্রেঞ্চ অ্যারোস্পেস ডসাল্টের সঙ্গে চুক্তি সাক্ষর করেছে হিন্দুস্থান অ্যারোনেটিকস লিমিটেড (এইচএএল)৷ এই চুক্তির ভিত্তিতে প্রথম ১৮টি বিমান সম্পূর্ণ নির্মিতভাবেই ভারতে আসবে৷ বাকি ১০৮টি বিমান প্রস্তুত হবে ভারতেই৷ এই চুক্তির প্রাথমিক শর্তগুলি উত্তীর্ণ হলেও চূড়ান্ত সাক্ষর এখনও হয়নি৷
বিডি-প্রতিদিন/ ১৮ সেপ্টেম্বর, ২০১৬/ তাফসীর