রোমানিয়ার পশ্চিমাঞ্চলে শক্তিশালী ঝড়ের আঘাতে কমপক্ষে ৮ জন নিহত ও ৬৭ জন আহত হয়েছেন। কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, হতাহতদের অধিকাংশই তিমিসোয়ারা শহরের কাছাকাছি ছিলেন।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, ওই এলাকায় ঘণ্টায় ১শ’ কিলোমিটার গতিবেগে প্রচণ্ড ঝড়ো বাতাস বয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত ঝড়টি এখন ইউক্রেনের উত্তরাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে।
এ ব্যাপারে তিমিসোয়ারা’র মেয়র নিকোলা রোবু স্থানীয় ডিজি ২৪ টিভি চ্যানেলকে জানান, ‘ঝড়ের ব্যাপারে আমরা আগে থেকে সতর্ক ছিলাম না। আবহাওয়া দপ্তর শুধুমাত্র বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল।’
এদিকে, রোমানিয়ার জরুরি বিভাগ দুর্গত এলাকার মানুষদের নিরাপদে থাকতে পরামর্শ দিয়েছে। এছাড়া, গাছ কিংবা বিদ্যুতের লাইনের কাছাকাছি অবস্থান না করারও আহ্বান জানানো হয়েছে।
জানা গেছে, ঝড়ের কারণে বেশ কিছু এলাকায় পানি এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। অনেক বাড়ির ছাদ বাতাসের তোড়ে উড়ে গেছে। এছাড়া অনেক গাছ উপড়ে পড়েছে।
বিডি-প্রতিদিন/১৮ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ