ইউটিউবের একটি মিউজিক ভিডিও দেখে আর চুপ থাকতে পারেননি। ভিডিওতে ব্যবহৃত আপত্তিকর ভাষা ও রুচির বিরুদ্ধে মুখ খুলেছিলেন। আর শুধুমাত্র এই কারণেই ভারতের একটি অললাইন সংবাদ সংস্থায় কর্মরত এক সাংবাদিককে ধর্ষণ ও খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভারতীয় সেই সাংবাদিকের নাম দীক্ষা শর্মা।
বছর দুয়েক আগে ওমপ্রকাশ মিশ্র নামে এক গায়ক ইউটিউবে একটি মিউজিক ভিডিও আপলোড করেন। গানটির ভিডিওটির ভিউয়ার প্রায় ৩০ লক্ষ। এমনকী ২৮ হাজারেরও বেশি লাইকও পড়েছে ওই মিউজিক ভিডিওটিতে।
দীক্ষার বক্তব্য, ভিডিওটিতে মহিলাদের পোশাক ও চালচলন নিয়ে যে ‘শব্দ’ ব্যবহার করা হয়েছে, তা ধর্ষণের হুমকির মতো শোনাচ্ছে। একথা বলায়, তাকে হোয়াটসঅ্যাপে ধর্ষণের পাশাপাশি খুনেরও হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। দীক্ষার প্রতিবাদের পর ইউটিউব ভিডিওটি সরিয়েও দেওয়া হয়।
যদিও দীক্ষার দাবি, তার প্রতিবাদের জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে এরপর থেকেই হুমকি মাত্রা কয়েকগুণ বেড়ে গিয়েছে। এমনটাও বলা হয়, দীক্ষার অবস্থা সদ্য নিহত সাংবাদিক গৌরী লঙ্কেশের পরিণতি হবে। পরে অবশ্য অন্যরা ভিডিওটি ইউটিউবে আপলোড করেন।
আরও অভিযোগ, দীক্ষা যে অনলাইন সংবাদ সংস্থায় কর্মরত তার সার্ভার ও কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমএস হ্যাক করারও চেষ্টা হয়েছিল।
বিডি-প্রতিদিন/ ১৮ সেপ্টেম্বর, ২০১৬/ তাফসীর