যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে আঘাত হানা ঘূর্ণিঝড় ইরমা ক্ষত থাকতে থাকতেই এবার আরো একটি বড় ঘূর্ণিঝড়ের আভাস দিল ন্যাশনাল হারিকেন সেন্টার।
আগামী এক মাসের মধ্যে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘মারিয়া’। মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, বর্তমানে ক্যাটাগরি ওয়ান পর্যায়ে থাকা ঝড়টি আগামী ৪৮ ঘণ্টায় দ্রুত শক্তি সঞ্চয় করে শক্তিশালী হয়ে আঘাত হানবে।
জানা গেছে, বর্তমানে ক্যারিবিয়ানের লিওয়ার্ডস দ্বীপপুঞ্জের কাছাকাছি অবস্থান করছে। আরমা যে পথে উপকূলে আঘাত হেনেছে সেই একই গতিপথ অনুসরণ করছে ঘূর্ণিঝড়। গুয়াডেলুপ, ডমিনিকা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস ও মার্টিনিকে ঘূর্ণিঝড় হুশিয়ারি সংকেত জারি করা হয়েছে। সতর্ক অবস্থা রয়েছে পুয়ের্তো রিকো, মার্কিন ও ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, সেন্টমার্টিন, সেন্ট বার্টস, সাবা, সেন্ট ইউস্টাটিয়াস ও অ্যাঙ্গোলিয়া।
এই দ্বীপগুলোর অনেকগুলো গত মাসের ক্যাটাগরি ৫ মাত্রার ঘূর্ণিঝড় ইরমার আঘাতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ওই ঘূর্ণিঝড়ে নিহত হয় ৩৭ জন। কয়েক বিলিয়ন ডলার ক্ষতি হয়েছিল সেই ঘূর্ণিঝড়ে। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে ঘূর্ণিঝড় হার্ভে আঘাত হেনেছিল, ভয়াবহ সেই ঘূর্ণিঝড়ে নিহত হয় ৮২ জন।
বিডিপ্রতিদিন/ ইমরান জাহান/ ১৮ সেপ্টেম্বর, ২০১৭