আফগানিস্তানের তালেবান নিয়ন্ত্রিত অঞ্চল দখল ও সেখানে নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত সৈন্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এ ব্যাপারে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটিস বলেছেন, আফগানিস্তানে ৩ হাজার অতিরিক্ত সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র। সোমবার সংবাদ মাধ্যমের কাছে আফগানিস্তানে সেনা বিস্তৃতির সিদ্ধান্ত নিশ্চিত করেছেন করেন ম্যাটিস।
জানা গেছে, ফেব্রুয়ারিতে আফগানিস্তানের মার্কিন সিনিয়র কমান্ডার জেনারেল জন নিকোলসনের আবেদনের প্রেক্ষিতে আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীকে সাহায্য করার জন্য কয়েক হাজার অতিরিক্ত সৈন্য পাঠানো হচ্ছে দেশটিতে।
প্রসঙ্গত, আফগানিস্তানে আনুষ্ঠানিকভাবে তালেবানদের বিরুদ্ধে মার্কিন যুদ্ধ সম্পন্ন হলেও এখনো সেখানে ৮ হাজার সেনা অবস্থান করছে।
সূত্র: বিবিসি
বিডি-প্রতিদিন/১৯ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ