আরব দেশগুলোর সঙ্গে ইসরাইল ক্রমেই সম্পর্ক বাড়ানোর চেষ্টা করছে। এদিকে ইসরাইলকে সমর্থন দিচ্ছে বাহরাইন। সম্প্রতি বাহরাইনের বাদশাহ হামাদ বিন ইসা আল খলিফা আরব দেশগুলোর ইসরাইল বয়কটের নিন্দা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের লস অ্যানজেলেসে সাইমন উইসেন্থাল সেন্টারে এক অনুষ্ঠানে বাদশাহ এ নিন্দা জানান। এর আগে তার ছেলে যুক্তরাষ্ট্রের লস অ্যানজেলেসে ইসরাইল-পন্থী বলে পরিচিত একটি জাদুঘর সফর করেছেন।
এ বছরের ফেব্রুয়ারিতে বাহরাইন সফর করেছিলেন ইহুদী রাবাই মার্ভিন হেয়ার। ইসরাইলি সংবাদমাধ্যমের কাছে তিনিই বাহরাইনের বাদশাহর ওই অবস্থানের কথা প্রকাশ করেন। অন্যদিকে ইসরাইলের পক্ষে বাহরাইন বাদশাহর এমন স্পর্শকাতর অবস্থান নানা প্রশ্নের জন্ম দিচ্ছে।
বিডি প্রতিদিন/১৯ সেপ্টেম্বর ২০১৭/হিমেল