যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে দ্বিতীয় বৈঠকের চিঠি পেয়ে খুব খুশি হয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। বৃহস্পতিবার উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থার বরাত দিয়ে দ্য গার্ডিয়ান এ খবর দিয়েছে।
খবরে বলা হয়, কিমের বিশ্বস্ত হিসেবে পরিচিত উত্তর কোরিয়ার ভাইস চেয়ারম্যান কিম ইয়ং চোল চিঠিটি তার কাছে হস্তান্তর করেন। চোল গত সপ্তাহে হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন। কয়েক দশক ধরে চলে আসা দ্বন্দ্বের অবসান ঘটাতে নিরস্ত্রীকরণ চুক্তির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া। এই বৈঠকের জন্য ‘ভালো রকমের প্রস্তুতি’ নিচ্ছেন কিম।
চিঠি পেয়ে কিম ট্রাম্পের অনেক প্রশংসা করেন এবং উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সম্মেলনের বৃহৎ স্বার্থে নিরস্ত্রীকরণ সংক্রান্ত ঝামেলা মিটিয়ে ফেলার আগ্রহ জানান। ট্রাম্পের ভাবনাকে ইতিবাচকভাবে দেখছেন তিনি।
এদিকে শনিবার ট্রাম্প জানান, বৈঠকের স্থান নির্ধারণ করা হয়েছে। তবে এই ব্যাপারে তিনি বিস্তারিত আর কিছু জানাননি।
বিডি প্রতিদিন/হিমেল