ছয় জাতি পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে গেলেও ফ্রান্সসহ অন্যান্য রাষ্ট্র চুক্তি বহাল রাখার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু এবার নতুন বিষয় নিয়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা বললেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী।
শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী জঁ ইভ লা দিরইয়া বলেন, আমরা দেখতে চাচ্ছি- তেহরান নিজের ক্ষেপণাস্ত্র কর্মসূচির লাগাম টেনে ধরুক। অন্যথায় নতুন নিষেধাজ্ঞা আরোপে প্রস্তুত ফ্রান্স।
বার্তা সংস্থা রয়টার্স বলেছে, চলতি সপ্তাহে ইরানের সঙ্গে ডলারের বাইরে গিয়ে বাণিজ্য সুবিধা স্থাপনে ইউরোপীয় সিদ্ধান্তে সমর্থন পুনর্ব্যক্ত করেছেন এই ফরাসি পররাষ্ট্রমন্ত্রী। এছাড়াও মার্কিন নিষেধাজ্ঞা পাশা কাটিয়ে ইরানের সঙ্গে সম্পর্ক রক্ষায় পক্ষপাতি তিনি।
জঁ ইভ লা বলেন, যদি আলোচনা ফলপ্রসূ না হয়-তবে কঠোর নিষেধাজ্ঞা বসাতে আমরা প্রস্তুত। ইরান সেটা জানেও।
সূত্র: নিউজ.এএম
বিডি প্রতিদিন/কালাম