ফিলিপিন্সের মুসলমান অধ্যুষিত দক্ষিণাঞ্চলীয় অঞ্চল মিন্দানাওয়ে গণভোট অনুষ্ঠিত হয়েছে। এতে অধিকতর স্বায়ত্তশাসনের পক্ষে মত দিয়েছেন ভোটাররা। এশিয়ার সবচেয়ে সহিংসতা কবলিত অঞ্চলটিতে শান্তির আশা জাগিয়েছে এই গণভোট।
মিন্দানাওয়ে মুসলমানপ্রধান অংশগুলোতে স্বশাসিত অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনার পক্ষে ৮৫ শতাংশ মানুষের ভোট পড়েছে। শুক্রবার দিনশেষে নির্বাচন কমিশন এমন তথ্য জানিয়েছে।
কয়েক দশকের সংঘাত নিরসনে বিভিন্ন সময়ে সরকারের সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের বিশৃঙ্খলাপূর্ণ শান্তিপ্রক্রিয়ার সর্বশেষ উদ্যোগ হিসেবে গত সোমবার সেখানে গণভোট হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম